41. এসো, হস্তযুগলের সঙ্গে হৃদয়কেওবেহেশত-নিবাসী আল্লাহ্র দিকে উত্তোলন করি।
42. আমরা অধর্মও বিদ্রোহাচরণ করেছি;তুমি মাফ কর নি।
43. তুমি ক্রোধে আচ্ছাদন করে আমাদেরকে তাড়না করেছ,হত্যা করেছ, রহম কর নি।
44. তুমি মেঘে নিজেকে আচ্ছাদন করেছ,মুনাজাত তা ভেদ করতে পারে না।
45. তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনার মত করেছ।
46. আমাদের সমস্ত দুশমন আমাদের বিরুদ্ধে মুখ খুলে হা করেছে।
47. ত্রাস ও খাত, উৎসন্নতা ও ভঙ্গ, আমাদের প্রতি উপস্থিত।
48. আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণেআমার চোখ থেকে পানির ধারা বইছে।