33. কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না,মানুষকে শোকার্ত করেন না।
34. লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,
35. সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,
36. কারো বিবাদের অন্যায় নিষ্পত্তি করে,তা প্রভু দেখতে পারেন না।
37. প্রভু হুকুম না করলে কার কালাম সিদ্ধ হতে পারে?
38. সর্বশক্তিমানের মুখ থেকে কি বিপদ ও সম্পদ দুই বের হয় না?
39. জীবিত মানুষ কেন আক্ষেপ করে,প্রত্যেক ব্যক্তি তার গুনাহ্র দণ্ডের জন্য?
40. এসো, আমরা নিজ নিজ পথের সন্ধান ও পরীক্ষা করি,এবং মাবুদের কাছে ফিরে আসি;
41. এসো, হস্তযুগলের সঙ্গে হৃদয়কেওবেহেশত-নিবাসী আল্লাহ্র দিকে উত্তোলন করি।
42. আমরা অধর্মও বিদ্রোহাচরণ করেছি;তুমি মাফ কর নি।
43. তুমি ক্রোধে আচ্ছাদন করে আমাদেরকে তাড়না করেছ,হত্যা করেছ, রহম কর নি।
44. তুমি মেঘে নিজেকে আচ্ছাদন করেছ,মুনাজাত তা ভেদ করতে পারে না।