মাতম 3:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আমি সেই ব্যক্তি, যে তাঁর ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখেছে।

2. আমাকে তিনি চালিয়েছেন, আর গমন করিয়েছেন,অন্ধকারে, আলোকে নয়।

3. সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন;সমস্ত দিন বারে বারে তুলেছেন।

4. তিনি আমার মাংস ও চামড়া শুকিয়ে ফেলেছেন;আমার অস্থিগুলো ভেঙ্গে দিয়েছেন।

মাতম 3