1. আমি সেই ব্যক্তি, যে তাঁর ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখেছে।
2. আমাকে তিনি চালিয়েছেন, আর গমন করিয়েছেন,অন্ধকারে, আলোকে নয়।
3. সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন;সমস্ত দিন বারে বারে তুলেছেন।
4. তিনি আমার মাংস ও চামড়া শুকিয়ে ফেলেছেন;আমার অস্থিগুলো ভেঙ্গে দিয়েছেন।
5. তিনি আমাকে অবরোধ করেছেন,এবং তিক্ততা ও কষ্ট দ্বারা আমাকে বেষ্টন করেছেন;
6. তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন,বহুকালের মৃতদের মত করেছেন।
7. তিনি আমার চারদিকে বেড়া দিয়েছেন,আমি বের হতে পারি না;তিনি আমার শিকল ভারী করেছেন।
8. আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি,তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন।
9. তিনি খোদাই-করা পাথর দ্বারা আমার পথ রোধ করেছেন,তিনি আমার পথ বাঁকা করেছেন।
10. তিনি আমার পক্ষে লুকিয়ে থাকা ভল্লুক বা অন্তরালে গুপ্ত সিংহস্বরূপ।
11. তিনি আমার পথ বিপথ করেছেন,আমাকে খণ্ড-বিখণ্ড করেছেন, এতিম করেছেন।