মাতম 2:9-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. তোরণদ্বার সকল মাটিতে আচ্ছন্ন হয়েছে,তিনি তার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করেছেন;তার বাদশাহ্‌ ও নেতৃবর্গ জাতিদের মধ্যে থাকে;পরিচালনার কিতাব বলতে আর কিছু নেই;তার নবীরাও মাবুদের কাছ থেকে কোন দর্শন পায় না।

10. সিয়োন-কন্যার প্রাচীনেরা মাটিতে বসে আছে,নীরব হয়ে রয়েছে;তারা নিজ নিজ মাথায় ধূলি ছড়িয়েছে,তারা কোমরে চট বেঁধেছে,জেরুশালেম-কুমারীরা ভূমি পর্যন্ত মাথা হেঁট করেছে।  

11. আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হয়েছে,আমার অন্ত্র জ্বলছে;আমার লোকদের ধ্বংসের কারণেআমার যকৃৎ মাটিতে ঢালা যাচ্ছে,কেননা নগরের চকে চকে বালক-বালিকাও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।

12. তারা নিজের নিজের মাকে বলে,গম ও আঙ্গুর-রস কোথায়?কেননা তারা নগরের চকে চকে তলোয়ারে বিদ্ধ লোকদের মত মূর্চ্ছাপন্ন হয়,নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।

13. অয়ি জেরুশালেম-কন্যে,আমি কি বলে তোমার কাছে সাক্ষ্য দেব?কিসের সঙ্গে তোমার উপমা দেব?অয়ি সিয়োন-কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্যকিসের সঙ্গে তোমার তুলনা দেব?কেননা তোমার আঘাত সমুদ্রের মত বিশাল,তোমার চিকিৎসা করা কার সাধ্য?

মাতম 2