উঠ, রাতের বেলায় প্রত্যেক প্রহরের আরম্ভে মাতম কর,প্রভুর সম্মুখে তোমার অন্তর পানির মত ঢেলে দাও,তাঁর উদ্দেশে হাত তোল,তোমার শিশুদের প্রাণ রক্ষার্থে,যারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রয়েছে।