12. তারা নিজের নিজের মাকে বলে,গম ও আঙ্গুর-রস কোথায়?কেননা তারা নগরের চকে চকে তলোয়ারে বিদ্ধ লোকদের মত মূর্চ্ছাপন্ন হয়,নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।
13. অয়ি জেরুশালেম-কন্যে,আমি কি বলে তোমার কাছে সাক্ষ্য দেব?কিসের সঙ্গে তোমার উপমা দেব?অয়ি সিয়োন-কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্যকিসের সঙ্গে তোমার তুলনা দেব?কেননা তোমার আঘাত সমুদ্রের মত বিশাল,তোমার চিকিৎসা করা কার সাধ্য?
14. তোমার নবীরা তোমার জন্য মিথ্যা ও মূর্খতার দর্শন পেয়েছে,তারা তোমার বন্দীদশা ফিরাবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নি,কিন্তু তোমার জন্য মিথ্যা দৈববাণী সকলও নির্বাসনের বিষয় সকল দর্শন করেছে।