1. তিনি তাঁর ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করেছেন!তিনি ইসরাইলের শোভা বেহেশত থেকে ভূতলে নিক্ষেপ করেছেন;তিনি তাঁর ক্রোধের দিনে তাঁর পাদপীঠ স্মরণ করেন নি।
2. প্রভু ইয়াকুবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন, করুণা করেন নি;তিনি ক্রোধে এহুদা-কন্যার দৃঢ় দুর্গগুলো উৎপাটন করেছেন,তিনি সেসব ভূমিসাৎ করেছেন;রাজ্য ও তার নেতৃবর্গকে নাপাক করেছেন।
3. তিনি প্রচণ্ড ক্রোধে ইসরাইলের সমস্ত শিং ভেঙ্গে ফেলেছেন,তনি দুশমনের সম্মুখ থেকে তাঁর ডান হাত সঙ্কুচিত করেছেন,চতুর্দিক পুড়িয়ে দেওয়া আগুনের শিখার মত তিনি ইয়াকুবের মধ্যে জ্বলে উঠেছেন।
4. তিনি দুশমনের মত তাঁর ধনুকে চাড়া দিয়েছেন,বিপক্ষের মত ডান হাত তুলে দাঁড়িয়েছেন,আর নয়নরঞ্জন সকলকে হত্যা করেছেন;তিনি সিয়োন-কন্যার তাঁবুর মধ্যে তাঁর ক্রোধের আগুন ঢেলে দিয়েছেন।
5. প্রভু দুশমনের মত হয়েছেন, ইসরাইলকে গ্রাস করেছেন,তিনি তার সমস্ত অট্টালিকা গ্রাস করেছেন,তার দুর্গ সকল ধ্বংস করেছেন,তিনি এহুদা-কন্যার শোক ও মাতম বৃদ্ধি করেছেন।
6. তিনি বাগানের কুটীরের মত নিজের কুটীর দূর করেছেন,আপনার জমায়েত-স্থান বিনষ্ট করেছেন;মাবুদ সিয়োনে ঈদ ও বিশ্রামবার বিস্মৃত করিয়েছেন,প্রচণ্ড ক্রোধে বাদশাহ্কে ও ইমামকে অবজ্ঞা করেছেন।
7. প্রভু তাঁর নিজের কোরবানগাহ্ দূর করেছেন,তাঁর পবিত্র স্থান ঘৃণা করেছেন;তিনি তার অট্টালিকার ভিত্তি শত্রুর হাতে তুলে দিয়েছেন;তারা মাবুদের গৃহমধ্যে ঈদের দিনের মত কোলাহল করেছে।
8. মাবুদ সিয়োন-কন্যার প্রাচীর নষ্ট করার সঙ্কল্প করেছেন;তিনি সূত্রপাত করেছেন,লোপ করণ থেকে নিজের হাত থামিয়ে রাখেন নি;তিনি পরিখা ও প্রাচীরকে মাতম করিয়েছেন,সেসব একসঙ্গে তেজোহীন হয়েছে।
9. তোরণদ্বার সকল মাটিতে আচ্ছন্ন হয়েছে,তিনি তার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করেছেন;তার বাদশাহ্ ও নেতৃবর্গ জাতিদের মধ্যে থাকে;পরিচালনার কিতাব বলতে আর কিছু নেই;তার নবীরাও মাবুদের কাছ থেকে কোন দর্শন পায় না।
10. সিয়োন-কন্যার প্রাচীনেরা মাটিতে বসে আছে,নীরব হয়ে রয়েছে;তারা নিজ নিজ মাথায় ধূলি ছড়িয়েছে,তারা কোমরে চট বেঁধেছে,জেরুশালেম-কুমারীরা ভূমি পর্যন্ত মাথা হেঁট করেছে।
11. আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হয়েছে,আমার অন্ত্র জ্বলছে;আমার লোকদের ধ্বংসের কারণেআমার যকৃৎ মাটিতে ঢালা যাচ্ছে,কেননা নগরের চকে চকে বালক-বালিকাও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।