1. হায়, সেই নগরী কেমন একাকিনী বসে আছে যে লোকে পরিপূর্ণা ছিল।সে বিধবার মত হয়েছে, যে জাতিদের মধ্যে প্রধানা ছিল।প্রদেশগুলোর মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কর্মাধীনা বাঁদী হয়েছে।
2. সে রাতের বেলা ভীষণ কান্নাকাটি করে; তার গণ্ডে অশ্রু পড়ছে;তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নেই যে,তাকে সান্ত্বনা দেবে;তার বন্ধুরা সকলে তাকে প্রবঞ্চনা করেছে,তারা তার দুশমন হয়ে উঠেছে।
3. এহুদা দুঃখে ও মহা গোলামীত্বে নির্বাসিত হয়েছে;সে জাতিদের মধ্যে বাস করছে, বিশ্রাম পায় না;তার তাড়নাকারীরা সকলে সঙ্কীর্ণ পথে তাকে ধরেছিল।
4. সিয়োনের রাস্তাগুলো শোক করছে,কারণ কেউ ঈদে আসে না;তার সমস্ত দ্বার শূন্য;তার ইমামেরা দীর্ঘনিশ্বাস ত্যাগ করে;তার কুমারীরা ক্লিষ্টা, সে নিজে কষ্ট পাচ্ছে।