10. তোমার রাজ্য আসুক,তোমার ইচ্ছা সিদ্ধ হোক,যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেওহোক;
11. আমাদের প্রয়োজনীয় খাদ্য আজআমাদেরকে দাও;
12. আর আমাদের অপরাধগুলো মাফকর,যেমন আমরাও নিজ নিজঅপরাধীদেরকে মাফ করেছি;
13. আর আমাদেরকে পরীক্ষাতে এনোনা,কিন্তু মন্দ থেকে রক্ষা কর।
14. তোমরা যদি লোকের অপরাধ মাফ কর, তবে তোমাদের বেহেশতী পিতা তোমাদেরকেও মাফ করবেন।
15. কিন্তু তোমরা যদি লোকদেরকে মাফ না কর, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধও মাফ করবেন না।