মথি 27:10-13 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তারা সেগুলো নিয়ে কুমারের ক্ষেতেরজন্য দিল,যেমন প্রভু আমার প্রতি হুকুমকরেছিলেন।”

11. ইতোমধ্যে ঈসাকে শাসনকর্তার সম্মুখে দাঁড় করানো হল। শাসনকর্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের বাদশাহ্‌? ঈসা তাঁকে বললেন, তুমিই বললে।

12. আর যখন প্রধান ইমামেরা ও প্রাচীনবর্গরা তাঁর উপরে দোষারোপ করছিল, তিনি তার কোনই জবাব দিলেন না।

13. তখন পীলাত তাঁকে বললেন, তুমি কি শুনছো না, ওরা তোমার বিপক্ষে কত বিষয় সাক্ষ্য দিচ্ছে?

মথি 27