মথি 22:42-46 কিতাবুল মোকাদ্দস (BACIB)

42. মসীহের বিষয়ে তোমাদের কি মনে হয়, তিনি কার সন্তান? তারা বললো, দাউদের সন্তান।

43. তিনি তাদেরকে বললেন, তবে দাউদ কিভাবে রূহের আবেশে তাঁকে প্রভু বলেন? তিনি বলেন—

44. “প্রভু আমার প্রভুকে বললেন,তুমি আমার দক্ষিণে বস,যতদিন আমি তোমার দুশমনদেরকেতোমার পদতলে না রাখি।”

45. অতএব দাউদ যখন তাঁকে প্রভু বলেন, তখন তিনি কিভাবে তাঁর সন্তান?

46. তখন কেউ তাঁকে কোন উত্তর দিতে পারল না; আর সেদিন থেকে তাকে কোন কথা জিজ্ঞাসা করতে কারো সাহস হল না।

মথি 22