মথি 21:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. এরকম ঘটলো, যেন নবীর মধ্য দিয়ে বলা এই কালাম পূর্ণ হয়,

5. “তোমরা সিয়োন-কন্যাকে বল,দেখ, তোমার বাদশাহ্‌ তোমার কাছেআসছেন;তিনি মৃদুশীল ও গাধার উপরে উপবিষ্টএবং বাচ্চার, গাধার বাচ্চার উপরেউপবিষ্ট।”

6. পরে ঐ সাহাবীরা গিয়ে ঈসার হুকুম অনুসারে কাজ করলেন,

7. গাধীটিকে ও বাচ্চাটিকে আনলেন এবং তাদের উপরে তাদের কাপড় পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।

8. আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক নিজ নিজ কাপড় পথে পেতে দিল এবং অন্য অন্য লোক গাছের ডাল কেটে পথে ছড়িয়ে দিল।

মথি 21