8. “এই লোকেরা মুখের কথায়ই আমারসমাদর করে,কিন্তু এদের অন্তঃকরণ আমার কাছ থেকে দূরে থাকে;
9. এবং এরা অনর্থক আমার এবাদতকরে,মানুষের আদেশমালা ধর্মসূত্র বলেশিক্ষা দেয়।”
10. পরে তিনি লোকদেরকে কাছে ডেকে বললেন, তোমরা শোন ও বুঝ।
11. মুখের ভিতরে যা যায়, তা যে মানুষকে নাপাক করে, এমন নয়, কিন্তু মুখ থেকে যা বের হয়, তা-ই মানুষকে নাপাক করে।