32. পরে তাঁরা নৌকায় উঠলে বাতাস থেমে গেল।
33. আর যাঁরা নৌকায় ছিলেন, তাঁরা এসে তাঁকে সেজ্দা করে বললেন, সত্যিই আপনি আল্লাহ্র পুত্র।
34. পার হয়ে তাঁরা স্থলে, গিনেষরৎ প্রদেশে, উপস্থিত হলেন।
35. সেখানকার লোকেরা তাঁকে চিনতে পেরে চারদিকে সেই দেশের সর্বত্র সংবাদ পাঠালো এবং যত অসুস্থ লোক ছিল সকলকে তাঁর কাছে আনালো;
36. আর তাঁকে ফরিয়াদ করলো, যেন অসুস্থরা তাঁর চাদরের কিনারাটা কেবল স্পর্শ করতে পারে; আর যত লোক স্পর্শ করলো তারা সকলে সুস্থ হল।