19. তিনি কলহ করবেন না,উচ্চশব্দও করবেন না,পথে কেউ তাঁর কণ্ঠস্বর শুনতেপাবে না।
20. তিনি থেৎলা নল ভাঙ্গবেন না,সধূম শলতে নিভিয়ে ফেলবেন না,যে পর্যন্ত না ন্যায়বিচার বিজয়লাভ করে।
21. আর তাঁর নামে অ-ইহুদীরা প্রত্যাশারাখবে।”
22. তখন এক জন বদ-রূহে পাওয়া লোককে তাঁর কাছে আনা হল, সে অন্ধ ও বোবা; আর তিনি তাকে সুস্থ করলেন, তাতে সেই বোবা কথা বলতে ও দেখতে লাগল।
23. এতে সমস্ত লোক চমৎকৃত হল ও বলতে লাগল, ইনি কি সেই দাউদ-সন্তান?