ফিলীমন 1:8-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. অতএব, তোমার যা করণীয় সেই বিষয়ে তোমাকে হুকুম দিতে যদিও মসীহে আমার সমপূর্ণ সাহস আছে,

9. তবুও আমি মহব্বতের দরুন বরং ফরিয়াদ করছি— আমি পৌল, এক জন বৃদ্ধ ব্যক্তি এবং এখন মসীহ্‌ ঈসার জন্য এক জন বন্দী—

10. আমি নিজের সন্তানের বিষয়ে, কারাগারে বন্দী অবস্থায় যাকে জন্ম দিয়েছি, সেই ওনীষিমের বিষয়ে তোমাকে ফরিয়াদ করছি।

11. সে আগে তোমার অনুপযোগী ছিল কিন্তু এখন তোমার ও আমার, উভয়ের উপযোগী।

12. তাকেই আমি তোমার কাছে ফিরে পাঠালাম, অর্থাৎ আমার নিজের প্রাণতুল্য ব্যক্তিকে পাঠালাম।

ফিলীমন 1