ফিলীমন 1:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পৌল, মসীহ্‌ ঈসার বন্দী এবং ভাই তীমথি— আমাদের মহব্বতের পাত্র ও সহকর্মী ফিলীমন,

2. বোন আপ্পিয়া ও আমাদের সহসেনা আর্খিপ্প এবং তোমার গৃহস্থিত মণ্ডলী সমীপে।

3. আমাদের পিতা আল্লাহ্‌ ও ঈসা মসীহের কাছ থেকে তোমাদের উপরে রহমত ও শান্তি বর্ষিত হোক।

4. আমি আমার মুনাজাতের সময় তোমার নাম উল্লেখ করে সব সময় আমার আল্লাহ্‌র শুকরিয়া করে থাকি,

5. কেননা সমস্ত পবিত্র লোকের প্রতি তোমার যে মহব্বত আছে ও প্রভু ঈসার প্রতি তোমার যে ঈমান আছে, সে কথা আমি শুনতে পাচ্ছি।

6. আমি মুনাজাত করছি যে, আমাদের মধ্যে বিদ্যমান সমস্ত উত্তম বিষয়ের জ্ঞান ধারণ করে তোমার ঈমানের সহভাগিতা যেন মসীহের জন্য কার্যকরী হয়।

ফিলীমন 1