ফিলিপীয় 4:13-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. যিনি আমাকে শক্তি দেন তাঁর জন্য আমি সবই করতে পারি।

14. তবুও তোমরা আমার কষ্টের সহভাগী হয়ে ভালই করেছ।

15. হে ফিলিপীয়েরা, তোমরাও জান, ইঞ্জিল তবলিগের প্রথম লগ্নে, যখন আমি ম্যাসিডোনিয়া থেকে প্রস্থান করেছিলাম, তখন কোন মণ্ডলী দেনা-পাওনার বিষয়ে আমার সহভাগী হয় নি কেবল তোমরাই হয়েছিলে।

16. বাস্তবিক যখন আমি থিষলনীকীতে ছিলাম তখন তোমরা একবার, বরং দু’বার সাহায্য পাঠিয়ে আমার অভাব পূরণ করেছিলে।

17. আমি উপহার পাবার চেষ্টা করছি না, কিন্তু সেই ফলের চেষ্টা করছি যা তোমাদের পক্ষে অনেক লাভজনক হবে।

ফিলিপীয় 4