ফিলিপীয় 2:10-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. যেন বেহেশতে, দুনিয়ায় ও পাতালে,প্রত্যেকেই ঈসার নামে হাঁটু পাতে,

11. এবং সমস্ত জিহ্বা যেন স্বীকার করে যে, ঈসা মসীহ্‌ই প্রভু,এভাবে পিতা আল্লাহ্‌ যেন মহিমান্বিত হন।

12. অতএব, হে আমার প্রিয়তমেরা, তোমরা সব সময় যেমন বাধ্য হয়ে এসেছ তেমনি কেবল আমার উপস্থিতির সময়ে নয় বরং এখন আরও বেশি করে আমার অনুপস্থিতির সময়েও, সভয়ে ও সকমেপ নিজ নিজ নাজাতের অনুশীলন কর।

13. কারণ আল্লাহ্‌ তাঁর মঙ্গলময় সঙ্কল্প অনুযায়ী তোমাদের অন্তরে ইচ্ছা ও কাজ উভয়ের সাধনকারী।

14. তোমরা বচসা ও তর্ক না করে সমস্ত কাজ কর,

15. যেন তোমরা অনিন্দনীয় ও নির্দোষ হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে আল্লাহ্‌র নিষ্কলঙ্ক সন্তান হও, যাদের মধ্যে তোমরা দুনিয়াতে তারাগুলোর মত উজ্জ্বল হয়ে আছ।

ফিলিপীয় 2