26. তিনি আরও বললেন,সামের আল্লাহ্ মাবুদ কর্তৃক দোয়ালাভ করুন;কেনান তার গোলাম হোক।
27. আল্লাহ্ ইয়াফসকে সমপ্রসারিত করুন;সে সামের তাঁবুতে বাস করুক,আর কেনান তার গোলাম হোক।
28. বন্যার পরে নূহ্ তিন শত পঞ্চাশ বছর জীবিত থাকলেন।
29. সর্বমোট নূহের নয় শত পঞ্চাশ বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।