20. পরে নূহ্ কৃষিকর্ম শুরু করে প্রথমেই একটি আঙ্গুর ক্ষেত করলেন।
21. আর তিনি আঙ্গুর-রস পান করে মাতাল হলেন এবং তাঁবুর মধ্যে উলংগ হয়ে পড়ে রইলেন।
22. তখন কেনানের পিতা হাম নিজের পিতার উলঙ্গতা দেখে বাইরে এসে তার দুই ভাইকে সংবাদ দিল।
23. তাতে সাম ও ইয়াফস একটি কাপড় নিয়ে নিজেদের কাঁধে রেখে পিছু হেঁটে পিতার উলঙ্গতা আচ্ছাদন করলেন; পিছনের দিকে মুখ থাকাতে তাঁরা পিতার উলঙ্গতা দেখলেন না।
24. পরে নূহ্ আঙ্গুর-রসের ঘুম থেকে জেগে উঠে তাঁর নিজের প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হলেন।
25. আর তিনি বললেন,কেনান বদদোয়াগ্রস্ত হোক,সে তার ভাইদের গোলামদের গোলাম হবে।
26. তিনি আরও বললেন,সামের আল্লাহ্ মাবুদ কর্তৃক দোয়ালাভ করুন;কেনান তার গোলাম হোক।
27. আল্লাহ্ ইয়াফসকে সমপ্রসারিত করুন;সে সামের তাঁবুতে বাস করুক,আর কেনান তার গোলাম হোক।
28. বন্যার পরে নূহ্ তিন শত পঞ্চাশ বছর জীবিত থাকলেন।
29. সর্বমোট নূহের নয় শত পঞ্চাশ বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।