পয়দায়েশ 7:8-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. নূহের প্রতি আল্লাহ্‌র হুকুম অনুসারে পাক ও নাপাক পশুর,

9. এবং পাখির ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবের স্ত্রী-পুরুষ জোড়া জোড়া করে জাহাজে নূহের কাছে প্রবেশ করলো।

10. পরে সেই সাত দিন গত হলে দুনিয়াতে বন্যা আরম্ভ হল।

11. নূহের বয়সের ছয় শত বছরের দ্বিতীয় মাসের সপ্তদশ দিনে ভূগর্ভস্থ সমস্ত উৎসমুখ খুলে গেল এবং আসমানের জানালাগুলো খুলে গেল;

পয়দায়েশ 7