পয়দায়েশ 5:17-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

17. সর্বমোট মাহলাইলের আট শত পঁচানব্বই বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।

18. ইয়ারুদ এক শত বাষট্টি বছর বয়সে হনোকের জন্ম দিলেন।

19. হনোকের জন্মের পর ইয়ারুদ আট শত বছর জীবিত থেকে আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।

20. সর্বমোট ইয়ারুদের নয় শত বাষট্টি বছর বয়স হলে তিনি ইন্তেকাল করলেন।

21. হনোক পঁয়ষট্টি বছর বয়সে মুতাওশালেহের জন্ম দিলেন।

22. মুতাওশালেহের জন্মের পর হনোক তিন শত বছর আল্লাহ্‌র সঙ্গে গমনাগমন করলেন এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।

23. সর্বমোট হনোক তিন শত পঁয়ষট্টি বছর রইলেন।

পয়দায়েশ 5