পয়দায়েশ 49:7-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ,কেননা তা প্রচণ্ড;তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর;আমি তাদেরকে ইয়াকুবের বংশেরমধ্যে ভাগ করবো,ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব।  

8. এহুদা, তোমার ভাইয়েরা তোমারইস্তব করবে;তোমার হাত তোমার দুশমনদেরঘাড় ধরবে;তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখেভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে।

9. এহুদা সিংহের বাচ্চা;বৎস, তুমি হরিণ শিকার থেকেউঠে আসলে;সে শয়ন করলো, ওৎ পেতে রইলো,সিংহের মত ও সিংহীর মত;কে তাকে ওঠাবে?

10. এহুদা থেকে রাজদণ্ড যাবে না,তার চরণযুগলের মধ্য থেকেবিচারদণ্ড যাবে না,যে পর্যন্ত শীলো না আসেন;সমস্ত জাতি তাঁরই অধীনতাস্বীকার করবে।

11. সে আঙ্গুর লতায় নিজের গাধা বাঁধবে,নিজের গাধার বাচ্চা বাঁধবেউত্তম আঙ্গুর লতায়;সে আঙ্গুর-রসে নিজের পরিচ্ছদ কেচেছে,আঙ্গুরের রক্তে নিজের কাপড় কেচেছে।

পয়দায়েশ 49