পয়দায়েশ 49:26-33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

26. আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়েতোমার পিতার দোয়া উৎকৃষ্ট।তা চিরন্তন পাহাড়গুলোর সীমাপর্যন্ত প্রসারিত;তা বর্তাবে ইউসুফের মাথায়,ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেনতাঁর মাথার তালুতে।  

27. বিন্‌ইয়ামীন হিংস্র নেকড়ের মত;সকালে সে শিকারের পশু খাবে,সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।  

28. এঁরা সকলে ইসরাইলের বারো বংশ; এঁদের পিতা দোয়া করার সময়ে এই সব কথা বললেন; এঁদের প্রত্যেক জনকে বিশেষ বিশেষ দোয়া করলেন।

29. পরে ইয়াকুব তাঁদেরকে হুকুম দিয়ে বললেন, আমি শীঘ্র আপন লোকদের কাছে গৃহীত হবো।

30. হিট্টিয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও; সেই গুহা কেনান দেশে মম্রির সম্মুখস্থ মক্‌পেলা ক্ষেতে অবস্থিত; ইব্রাহিম হিট্টিয় ইফ্রোণের কাছ থেকে তা কবরস্থানের অধিকারের জন্য ক্রয় করেছিলেন।

31. সেই স্থানে ইব্রাহিমের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই স্থানে ইস্‌হাকের ও তাঁর স্ত্রী রেবেকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি;

32. সেই ক্ষেত ও তার মধ্যবর্তী গুহা হেতের সন্তানদের কাছ থেকে ক্রয় করা হয়েছিল।

33. ইয়াকুব তাঁর পুত্রদের প্রতি নির্দেশ দেওয়া সমাপ্ত করার পর বিছানার উপর দুই পা একত্র করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে গৃহীত হলেন।

পয়দায়েশ 49