পয়দায়েশ 49:19-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. গাদকে সৈন্যদল আঘাত করবে;কিন্তু সে তাদের পশ্চাদ্ভাগেআঘাত করবে।

20. আশের থেকে অতি উত্তম খাদ্য জন্মাবে;সে বাদশাহ্‌র উপাদেয় ভক্ষ্যযুগিয়ে দেবে।  

21. নপ্তালি উন্মুক্তা হরিণী,সে মনোহর কথা বলে।  

22. ইউসুফ ফলবান তরুশাখা,পানির কিনারার পার্শ্বস্থিতফলবান তরুশাখা;তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।

23. তীরন্দাজেরা তাকে কঠোরকষ্ট দিয়েছিল,তীরের আঘাতে তাকেউৎপীড়ন করেছিল;

24. কিন্তু তার ধনুক দৃঢ় থাকলো,তার বাহুযুগল বলবান রইলো,ইয়াকুবের সেই শক্তিমানে বাহু দ্বারা,সেই পালকের নামে যিনি ইসরাইলেরশৈল,

25. তোমার পিতার সেই আল্লাহ্‌র দ্বারাযিনি তোমার সহায়,সেই সর্বশক্তিমান আল্লাহ্‌ দ্বারাযিনি তোমাকে দোয়া করবেন—উপরিস্থ আসমান থেকে নিঃসৃত দোয়ায়,দুনিয়ার গভীরের উৎস থেকেনিঃসৃত দোয়ায়,স্তন ও গর্ভ থেকে নিঃসৃত দোয়ায়।

26. আমার পূর্বপুরুষদের দোয়ার চেয়েতোমার পিতার দোয়া উৎকৃষ্ট।তা চিরন্তন পাহাড়গুলোর সীমাপর্যন্ত প্রসারিত;তা বর্তাবে ইউসুফের মাথায়,ভাইদের থেকে যিনি পৃথক হয়েছিলেনতাঁর মাথার তালুতে।  

27. বিন্‌ইয়ামীন হিংস্র নেকড়ের মত;সকালে সে শিকারের পশু খাবে,সন্ধ্যাকালে সে লুণ্ঠিত দ্রব্য ভাগ করবে।  

পয়দায়েশ 49