পয়দায়েশ 49:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. গাদকে সৈন্যদল আঘাত করবে;কিন্তু সে তাদের পশ্চাদ্ভাগেআঘাত করবে।

20. আশের থেকে অতি উত্তম খাদ্য জন্মাবে;সে বাদশাহ্‌র উপাদেয় ভক্ষ্যযুগিয়ে দেবে।  

21. নপ্তালি উন্মুক্তা হরিণী,সে মনোহর কথা বলে।  

22. ইউসুফ ফলবান তরুশাখা,পানির কিনারার পার্শ্বস্থিতফলবান তরুশাখা;তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।

23. তীরন্দাজেরা তাকে কঠোরকষ্ট দিয়েছিল,তীরের আঘাতে তাকেউৎপীড়ন করেছিল;

পয়দায়েশ 49