1. পরে ইয়াকুব তাঁর পুত্রদেরকে ডেকে বললেন, তোমরা সমবেত হও, ভবিষ্যতে তোমাদের প্রতি যা ঘটবে তা তোমাদেরকে বলছি।
2. ইয়াকুবের পুত্ররা, সমবেত হও, শোন,তোমাদের পিতা ইসরাইলের কথা শোন।
3. রূবেণ, তুমি আমার প্রথমজাত,আমার বল ও আমার শক্তির প্রথম ফল,মহিমার প্রাধান্য ও শক্তির প্রাধান্য।
4. তুমি যেন অশান্ত পানির মাতামাতি,তোমার প্রাধান্য থাকবে না;কেননা তুমি নিজের পিতারবিছানায় গিয়েছিলে;তখন অপবিত্র কাজ করেছিলে;সে আমার বিছানায় গিয়েছিল।
5. শিমিয়োন ও লেবি দুই সহোদর;তাদের তলোয়ার দৌরাত্মের অস্ত্র।
6. হে আমার প্রাণ! তাদের সভায় যেও না;হে আমার গৌরব! তাদের সভায়যোগ দিও না;কেননা তারা ক্রোধে খুন করলো,স্বেচ্ছাচারিতায় বৃষের শিরা কেটে দিল।
7. বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ,কেননা তা প্রচণ্ড;তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর;আমি তাদেরকে ইয়াকুবের বংশেরমধ্যে ভাগ করবো,ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব।
8. এহুদা, তোমার ভাইয়েরা তোমারইস্তব করবে;তোমার হাত তোমার দুশমনদেরঘাড় ধরবে;তোমার পিতৃসন্তানেরা তোমার সম্মুখেভূমিতে উবুড় হয়ে সম্মান দেখাবে।
9. এহুদা সিংহের বাচ্চা;বৎস, তুমি হরিণ শিকার থেকেউঠে আসলে;সে শয়ন করলো, ওৎ পেতে রইলো,সিংহের মত ও সিংহীর মত;কে তাকে ওঠাবে?
10. এহুদা থেকে রাজদণ্ড যাবে না,তার চরণযুগলের মধ্য থেকেবিচারদণ্ড যাবে না,যে পর্যন্ত শীলো না আসেন;সমস্ত জাতি তাঁরই অধীনতাস্বীকার করবে।