পয়দায়েশ 47:27-31 কিতাবুল মোকাদ্দস (BACIB)

27. আর ইসরাইল মিসর দেশে, গোশন অঞ্চলে, বাস করলো, তারা সেখানে অধিকার পেয়ে ফলবন্ত ও বহুবংশ হয়ে উঠলো।

28. মিসর দেশে ইয়াকুব সতেরো বছর জীবিত রইলেন; ইয়াকুবের আয়ুর পরিমাণ এক শত সাতচল্লিশ বছর হল।

29. পরে ইসরাইলের মৃত্যুর সময় সন্নিকট হল; তখন তিনি তাঁর পুত্র ইউসুফকে ডাকিয়ে বললেন, আমি যদি তোমার অনুগ্রহ লাভ করে থাকি, তবে আরজ করি, তুমি আমার ঊরুর নিচে হাত দাও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর; মিসরে আমাকে কবর দিও না।

30. আমি যখন আমার পূর্বপুরুষদের কাছে শয়ন করবো, তখন তুমি আমাকে মিসর থেকে নিয়ে গিয়ে তাঁদের কবরস্থানে কবর দিও। ইউসুফ বললেন, আপনি যা বললেন, তা-ই করবো।

31. আর ইয়াকুব তাঁকে কসম করতে বললে, তিনি তাঁর কাছে কসম করলেন। তখন ইসরাইল বিছানার শিয়রের দিকে সেজ্‌দা পড়লেন।

পয়দায়েশ 47