পয়দায়েশ 46:21-27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

21. বিন্‌ইয়ামীনের পুত্র বেলা, বেখর, অস্‌বেল, গেরা, নামন, এহী, রোশ, মুপ্‌পীম, হুপ্‌পীম ও অর্দ।

22. এই চৌদ্দ জন ইয়াকুব থেকে জাত রাহেলার সন্তান।

23. আর দানের পুত্র হূশীম।

24. নপ্তালির পুত্র যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেম।

25. এরা সেই বিল্‌হার সন্তান, যাকে লাবন নিজের কন্যা রাহেলাকে দিয়েছিলেন। সে ইয়াকুবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সর্বমোট সাত জন।

26. ইয়াকুবের বংশধর, যারা তাঁর সঙ্গে মিসরে উপস্থিত হল, ইয়াকুবের পুত্রবধূরা ছাড়া তারা সর্বমোট ছেষট্টি জন।

27. মিসরে ইউসুফের যে পুত্রেরা জন্মেছিল, তারা দুই জন। ইয়াকুবের পরিজন, যারা মিসরে গেল, তারা সর্বমোট সত্তর জন।

পয়দায়েশ 46