পয়দায়েশ 46:11-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।

12. এহুদার পুত্র এর, ওনন, শেলা, পেরস ও সেরহ। কিন্তু এর ও ওনন কেনান দেশে মারা গিয়েছিল; আর পেরসের পুত্র হিষ্রোণ ও হামূল।

13. ইষাখরের পুত্র তোলয়, পূয়, যোব ও শিম্রোণ।

14. আর সবূলূনের পুত্র সেরদ, এলোন ও যহলেল।

15. এরা লেয়ার সন্তান; তিনি পদ্দন্‌-অরামে ইয়াকুবের জন্য এদেরকে ও তাঁর কন্যা দীণাকে প্রসব করেন। ইয়াকুবের এই পুত্র কন্যারা সর্বমোট তেত্রিশ জন।

16. আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী।

পয়দায়েশ 46