পয়দায়েশ 42:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর ইয়াকুব দেখলেন যে, মিসর দেশে শস্য আছে, তাই ইয়াকুব তাঁর পুত্রদেরকে বললেন, তোমরা এক জন অন্যজনের দিকে তাকিয়ে আছ কেন?

2. তিনি আরও বললেন, দেখ, আমি শুনলাম, মিসরে শস্য আছে, তোমরা সেখানে যাও, আমাদের জন্য শস্য ক্রয় করে আন; তা হলে আমরা বাঁচবো, মরবো না।

3. পরে ইউসুফের দশ জন ভাই শস্য ক্রয় করতে মিসরে গেলেন।

পয়দায়েশ 42