28. আমি ফেরাউনকে এ-ই বললাম; আল্লাহ্ যা করতে উদ্যত হয়েছেন তা ফেরাউনকে দেখিয়েছেন।
29. দেখুন, সমস্ত মিসর দেশে সাত বছর শস্যের অতিশয় প্রাচুর্য হবে।
30. তার পরের সাত বছর এমন দুর্ভিক্ষ হবে যে, মিসর দেশে শস্যের অতিশয় প্রাচুর্যের কথা লোকে ভুলে যাবে এবং সেই দুর্ভিক্ষে দেশ নষ্ট হবে।