7. কেননা তাঁদের প্রচুর সম্পদ থাকাতে একত্রে বাস করার পক্ষে দেশ ছোট হল এবং পশুধন এত বেশী ছিল যে, সেই প্রবাস-দেশে তাদের স্থান কুলালো না।
8. এভাবে ইস্ সেয়ীর পর্বতে বাস করলেন; তিনিই ইদোম।
9. এই হল সেয়ীর পর্বতস্থ ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশ-বৃত্তান্ত:
10. ইসের সন্তানদের নাম এই: ইসের স্ত্রী আদার পুত্র ইলীফস ও ইসের স্ত্রী বাসমতের পুত্র রূয়েল।