পয়দায়েশ 36:38-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

38. শৌলের মৃত্যুর পর অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁর পদে রাজত্ব করেন।

39. অক্‌বোরের পুত্র বাল্‌হাননের মৃত্যুর পর হদর তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম পায়ূ ও স্ত্রীর নাম মহেটবেল, সে মট্রেদের কন্যা ও মেষাহবের নাত্‌নী।

40. গোষ্ঠী, স্থান ও নাম ভেদে ইস্‌ থেকে উৎপন্ন যে সকল দলপতি ছিলেন, তাঁদের নাম হল: দলপতি তিম্ন, দলপতি অল্‌বা, দলপতি যিথেৎ,

41. দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

42. দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর,

43. দলপতি মগ্দীয়েল ও দলপতি ঈরম। এঁরা নিজ নিজ বসতি দেশে, নিজ নিজ বসতি স্থানভেদে ইদোমের দলপতি ছিলেন। ইদোমীয়দের আদিপুরুষ ইসের বৃত্তান্ত সমাপ্ত।

পয়দায়েশ 36