26. দিশোনের পুত্র হিম্দন,
27. ইশ্বন, যিত্রণ ও করাণ। এৎসরের পুত্র বিল্হন, সাবন ও আকন।
28. দীশনের পুত্র ঊষ ও অরাণ।
29. হোরীয় বংশোদ্ভূত দলপতিরা এই: দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন,
30. দলপতি অনা, দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এঁরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভূত দলপতি।
31. বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্ রাজত্ব করার আগে এঁরা ইদোম দেশের বাদশাহ্ ছিলেন।
32. বিয়োরের পুত্র বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন্হাবা।
33. বেলার মৃত্যুর পর তাঁর পদে বসরা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।
34. যোববের মৃত্যুর পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।
35. হূশমের মৃত্যুর পর বদদের পুত্র যে হদদ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ।
36. হদদের মৃত্যুর পর মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।
37. সম্লের মৃত্যুর পর (ফোরাত) নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী শৌল তাঁর পদে রাজত্ব করেন।
38. শৌলের মৃত্যুর পর অক্বোরের পুত্র বাল্-হানন তাঁর পদে রাজত্ব করেন।