24. সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাবার সময়ে মরুপ্রান্তরে গরম পানির ফোয়ারা আবিষ্কার করেছিল।
25. অনার পুত্র দিশোন ও অনার কন্যা অহলীবামা।
26. দিশোনের পুত্র হিম্দন,
27. ইশ্বন, যিত্রণ ও করাণ। এৎসরের পুত্র বিল্হন, সাবন ও আকন।
28. দীশনের পুত্র ঊষ ও অরাণ।
29. হোরীয় বংশোদ্ভূত দলপতিরা এই: দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন,
30. দলপতি অনা, দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এঁরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভূত দলপতি।