পয়দায়েশ 36:18-34 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. আর ইসের স্ত্রী অহলীবামার সন্তান দলপতি যিয়ূশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার কন্যা যে অহলীবামা ইসের স্ত্রী ছিল, এই দলপতিরা তার সন্তান।

19. এরা ইসের অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।

20. সেই দেশ-নিবাসী হোরীয় সেয়ীরের সন্তান লোটন,

21. শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন; সেয়ীরের এই পুত্ররা ইদোম দেশের হোরীয় বংশোদ্ভব দলপতি ছিলেন।

22. লোটনের পুত্র হোরি ও হেমম এবং তিম্না লোটনের বোন ছিল।

23. আর শোবলের পুত্র অল্‌বন, মানহৎ, এবল, শফো ও ওনম।

24. সিবিয়োনের পুত্র অয়া ও অনা; এই অনা তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাবার সময়ে মরুপ্রান্তরে গরম পানির ফোয়ারা আবিষ্কার করেছিল।

25. অনার পুত্র দিশোন ও অনার কন্যা অহলীবামা।

26. দিশোনের পুত্র হিম্‌দন,

27. ইশ্‌বন, যিত্রণ ও করাণ। এৎসরের পুত্র বিল্‌হন, সাবন ও আকন।

28. দীশনের পুত্র ঊষ ও অরাণ।

29. হোরীয় বংশোদ্ভূত দলপতিরা এই: দলপতি লোটন, দলপতি শোবল, দলপতি সিবিয়োন,

30. দলপতি অনা, দলপতি দিশোন, দলপতি এৎসর ও দলপতি দীশন। এঁরা সেয়ীর দেশের হোরীয় বংশোদ্ভূত দলপতি।

31. বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্‌ রাজত্ব করার আগে এঁরা ইদোম দেশের বাদশাহ্‌ ছিলেন।

32. বিয়োরের পুত্র বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম দিন্‌হাবা।

33. বেলার মৃত্যুর পর তাঁর পদে বসরা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।

34. যোববের মৃত্যুর পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

পয়দায়েশ 36