20. পরে ইয়াকুব তাঁর কবরের উপরে একটি স্তম্ভ স্থাপন করলেন, রাহেলার সেই সমাধিস্তম্ভ আজও আছে।
21. পরে ইসরাইল সেখান থেকে যাত্রা করলেন এবং মিগ্দল-এদরের অপর পাশে তাঁবু স্থাপন করলেন।
22. সেই দেশে ইসরাইলের অবস্থিতিকালে রূবেণ গিয়ে তাঁর পিতার উপপত্নী বিল্হার সঙ্গে শয়ন করলো এবং ইসরাইল তা শুনতে পেলেন।