আমার পৈতৃক আল্লাহ্, ইব্রাহিমের আল্লাহ্ ও ইস্হাকের উপাস্য যদি আমার পক্ষ না হতেন, তবে অবশ্য এখন আপনি আমাকে খালি হাতে বিদায় করতেন। আল্লাহ্ আমার দুঃখ ও হাতের পরিশ্রম দেখেছেন, এজন্য গত রাতে আপনাকে ধম্কে দিয়েছেন।