21. তারপর তাঁর একটি কন্যা জন্মগ্রহণ করলো, আর তিনি তার নাম দীণা রাখলেন।
22. আর আল্লাহ্ রাহেলাকে স্মরণ করলেন, আল্লাহ্ তাঁর মুনাজাত শুনলেন, তাঁর গর্ভ মুক্ত করলেন।
23. তখন তাঁর গর্ভ হলে তিনি পুত্র প্রসব করে বললেন, আল্লাহ্ আমার দুর্নাম হরণ করেছেন।
24. আর তিনি তার নাম ইউসুফ (বৃদ্ধি) রাখলেন, বললেন, মাবুদ আমাকে আরও একটি পুত্র দিন।