পয়দায়েশ 27:4-11 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. আর আমি যেরকম ভালবাসি, সেই রকম সুস্বাদু খাদ্য প্রস্তুত করে আমার কাছে আন, আমি ভোজন করবো, যেন মৃত্যুর আগে আমার প্রাণ তোমাকে দোয়া করে।

5. যখন ইস্‌হাক তাঁর পুত্র ইস্‌কে এই কথা বলছিলেন তখন রেবেকা তা শুনছিলেন। অতএব ইস্‌ হরিণ শিকার করে আনবার জন্য প্রান্তরে গমন করলে পর,

6. রেবেকা তাঁর পুত্র ইয়াকুবকে বললেন, দেখ, তোমার ভাই ইস্‌কে তোমার পিতা যা বলেছেন, আমি শুনেছি;

7. তিনি বলেছেন, তুমি আমার জন্য হরিণ শিকার করে এনে সুস্বাদু খাদ্য প্রস্তুত করো, তাতে আমি ভোজন করে মৃত্যুর আগে মাবুদের সাক্ষাতে তোমাকে দোয়া করবো।

8. হে আমার পুত্র, এখন আমি তোমাকে যা হুকুম করি, আমার সেই কথা শোন,

9. তুমি পালে গিয়ে সেখান থেকে উত্তম দু’টি ছাগলের বাচ্চা আন, তোমার পিতা যেরকম ভালবাসেন, সেই রকম সুস্বাদু খাদ্য আমি প্রস্তুত করে দিই;

10. পরে তুমি তোমার পিতার কাছে তা নিয়ে যাও, তিনি তা ভোজন করুন, যেন তিনি মৃত্যুর আগে তোমাকে দোয়া করেন।

11. তখন ইয়াকুব তাঁর মা রেবেকাকে বললেন, দেখ, আমার ভাই ইস্‌ লোমশ, কিন্তু আমি লোমহীন।

পয়দায়েশ 27