পয়দায়েশ 25:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ইব্রাহিম কটুরা নাম্নী আর একটি রমণীকে বিয়ে করেন।

2. তিনি তাঁর জন্য সিম্রণ, যক্‌ষণ, মদান, মাদিয়ান, যিশ্‌বক ও শূহ নামে এই সকল সন্তান প্রসব করলেন।

3. যক্‌ষণ থেকে সাবা ও দদান জন্মে। আশেরিয়া, লটুশীয় ও লিয়ূম্মীয় লোকেরা দদানের সন্তান।

4. মাদিয়ানের সন্তান ঐফা, এফর, হনোক, অবীদ ও ইল্‌দায়া; এসব কটূরার সন্তান।

5. আর ইব্রাহিম ইস্‌হাককে নিজের সর্বস্ব দিলেন।

6. কিন্তু তাঁর উপপত্নীদের সন্তানদেরকে ইব্রাহিম ভিন্ন ভিন্ন দান দিয়ে তাঁর জীবন কালেই তাঁর পুত্র ইস্‌হাকের কাছ থেকে তাদেরকে পূর্ব দিকে, পূর্বদেশে প্রেরণ করলেন।

7. ইব্রাহিম মোট একশত পঁচাত্তর বছর জীবিত ছিলেন।

পয়দায়েশ 25