64. রেবেকা চোখ তুলে যখন ইস্হাককে দেখলেন তখন উট থেকে নামলেন এবং সেই গোলামকে জিজ্ঞাসা করলেন,
65. আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে ক্ষেতের মধ্য দিয়ে আসছেন, উনি কে? গোলাম বললেন, উনি আমার মালিক। তখন রেবেকা চাদর নিয়ে নিজেকে আচ্ছাদন করলেন।
66. পরে সেই গোলাম যা যা করে এসেছেন সেই সব কাজের বিবরণ ইস্হাককে দিলেন।