13. আর সেই দেশের সকলকে শুনিয়ে ইফ্রোণকে বললেন, যদি আপনার ইচ্ছা হয়, নিবেদন করি, আমার কথা শুনুন, আমি সেই ক্ষেতের মূল্য দিই, আপনি আমার কাছ থেকে তা গ্রহণ করুন, পরে আমি সেই স্থানে আমার স্ত্রীর লাশ দাফন করব।
14. তখন ইফ্রোণ ইব্রাহিমকে বললেন,
15. হে আমার মালিক, আমার কথা শুনুন, সেই ভূমির মূল্য চার শত শেকল রূপামাত্র; এতে আপনার ও আমার কি আসে যায়? আপনি আপনার স্ত্রীর লাশ দাফন করুন।
16. তখন ইব্রাহিম ইফ্রোণের কথায় রাজী হলেন; ইফ্রোণ হেতের সন্তানদের কর্ণগোচরে যে রূপার কথা বলেছিলেন, ইব্রাহিম বণিকদের মধ্যে প্রচলিত মাপ অনুযায়ী চার শত শেকল রূপা ওজন করে ইফ্রোণকে দিলেন।