পয়দায়েশ 21:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে মাবুদ তাঁর কালাম অনুসারে সারার তত্ত্বাবধান করলেন; মাবুদ যা বলেছিলেন সারার প্রতি তাই করলেন।

2. আর সারা গর্ভবতী হয়ে আল্লাহ্‌র উক্ত নিরূপিত সময়ে ইব্রাহিমের বৃদ্ধকালে তাঁর জন্য পুত্র প্রসব করলেন।

3. তখন ইব্রাহিম সারার গর্ভজাত তাঁর পুত্রের নাম ইস্‌হাক (হাস্য) রাখলেন।

4. পরে ঐ পুত্র ইস্‌হাকের আট দিন বয়সে ইব্রাহিম আল্লাহ্‌র হুকুম অনুসারে তার খৎনা করলেন।

5. ইব্রাহিমের এক শত বছর বয়সে তাঁর পুত্র ইস্‌হাকের জন্ম হয়।

6. আর সারা বললেন, আল্লাহ্‌ আমার মুখে হাসি ফুটালেন; যে কেউ এই কথা শুনবে সেও আমার সঙ্গে হাসবে।

7. তিনি আরও বললেন, সারা বালকদেরকে স্তন পান করাবে এমন কথা ইব্রাহিমকে কে বলতে পারতো? কেননা আমি তাঁর বৃদ্ধকালে তাঁর জন্য পুত্র প্রসব করলাম।

পয়দায়েশ 21