21. কিন্তু আগামী বছরের এই ঋতুতে সারা তোমার জন্য যাকে প্রসব করবে, সেই ইস্হাকের সঙ্গে আমি আমার নিয়ম স্থাপন করবো।
22. পরে কথাবার্তা শেষ করে আল্লাহ্ ইব্রাহিমের কাছ থেকে ঊর্ধ্বগমন করলেন।
23. পরে ইব্রাহিম তাঁর পুত্র ইসমাইলকে ও নিজের বাড়িতে জন্মগ্রহণ করেছে এমন লোক ও মূল্য দ্বারা ক্রয় করা সকল লোককে, ইব্রাহিমের বাড়িতে যত পুরুষ ছিল, তাদের সকলকে নিয়ে আল্লাহ্র হুকুম অনুসারে সেই দিনে তাদের খৎনা করালেন।