ইব্রাম কদর্লায়োমরকে ও তাঁর সঙ্গী বাদশাহ্দেরকে জয় করে ফিরে আসলে পর সাদুমের বাদশাহ্ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে শাবী উপত্যকায় অর্থাৎ বাদশাহ্র উপত্যকায় গমন করলেন।