পয়দায়েশ 10:2-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. ইয়াফসের সন্তান— গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।

3. গোমরের সন্তান— অস্কিনস, রীফৎ ও তোগর্ম।

4. যবনের সন্তান— ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও দোদানীম।

5. এদের মধ্য থেকেই বিভিন্ন জাতির দ্বীপ-নিবাসীরা নিজ নিজ দেশে স্ব স্ব ভাষা অনুসারে নিজ নিজ জাতির নানা গোষ্ঠীতে বিভক্ত হল।

6. আর হামের সন্তান— কূশ, মিসর, পূট ও কেনান। কূশের সন্তান— সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা।

7. রয়মার সন্তান— সবা ও দদান।

8. নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে সর্বপ্রথম শক্তিশালী যোদ্ধা হয়েছিলেন।

9. তিনি মাবুদের সাক্ষাতে শক্তিমান শিকারী হলেন; সেজন্য লোকে বলে, মাবুদের সাক্ষাতে শক্তিমান শিকারী নমরূদের মত।

পয়দায়েশ 10